যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যাকা-ের আসামী নবাব গ্রেফতার
যশোর ব্যুরো ঃ যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যাকান্ডের প্রধান আসামী রবিউল ইসলাম নবাবকে সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার বুধহাটা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২৩ জুন ভোরে বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবাবের দাবি তার মাকে গালি দেয়ার কারণে আলী হোসেনকে সে গুলি করে হত্যা করেছে। রবিউল ইসলাম নবাব সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের মফজেল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান,গত ৬ জুন দিবাগত গভীর রাতে অর্থাৎ যশোর সদর উপজেলার নির্বাচনের পরের দিন রাত পৌনে ১২ টার সময় যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে যুবলীগ কর্মী আলী হোসেনকে গুলি করে হত্যা করে দূবৃর্ত্তরা। হত্যাকান্ডের ঘটনায় নিহত আলী হোসেনের মা মঞ্জুয়ারা বেগম বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার প্রধান আসামী রবিউল ইসলাম নবাবের অবস্থান তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে ডিবি’র একটি চৌকসটিম ২৩ জুন ভোর রাতে সাতক্ষীরা জেলার আশাশুনী থানার বুধহাটা এলাকায় অভিযান চালিয়ে নবাবকে গ্রেফতার করে। নবাব গ্রেফতার হওয়ার পর পুলিশকে জানায়, নবাব নিজে আলী হোসেনকে গুলি করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাব ডিবি পুলিশকে জানায়, এলাকায় আধিপত্য বিস্তার,মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় নবাবের মাকে নিয়ে গালিগালাজ করায় নবাব ও তার সহযোগী দিপকের মোটর সাইকেল যোগে বাহাদুরপুর তেঁতুল মোড়ে নবাব যায়। সেখানে সে আলী হোসেনকে পেয়ে তার কাছে থাকা অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। হত্যার কান্ডর পর পুলিশ নবাবের ব্যবহৃত অস্ত্র,গুলি উদ্ধার করে।