ফুলতলা উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন ও ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী (পিপিএম বার), শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, ফুলতলা এম এম কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ মনিরুল ইসলাম ও সরদার মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার, শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ। সভায় আইন উপজেলার শৃংঙ্খলা পরিস্থিতির উপর বিশদ আলোচনা করা হয়।