স্থানীয় সংবাদ
রূপসায় নদীতে পড়ে ৫ বছরের শিশু কন্যা নিখোঁজ
রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় সুমন বিশ্বাসের শিশু কন্যা রচনা বিশ্বাস (৫) নদীতে পড়ে নিখোঁজ হয়েছে । জানাগেছে, গতকাল দুপুর ১২ টার দিকে শিশুকন্যার দাদা দুলাল বিশ্বাসের সাথে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী ভৈরব নদীতে গোসল করতে যায়। নাতনীকে নদীর পাঙে রেখে দাদা দুলাল বিশ্বাস গোসল করতে নামলে নাতনী অসাবধানতা বসত পা পিছলে নদীতে পঙে যায়। দাদা গোসল করে ওঠে তাকে আর দেখতে পাইনি । ইউপি সদস্য লিপিকা রানী দাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। অবশেষে না পেয়ে তারা উদ্ধার অভিযান বন্ধ করে দেয় । শিশুটি নিখোঁজের ঘটনায় উক্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।