পুলিশে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাত ফেরত চাওয়ায় উল্টো ক্রসফায়ারের হুমকি
যশোর ব্যুরো ঃ যশোরে পুলিশ কর্মকর্তার আত্বীয় পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেবার কথা বলে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। শুধুই তাই নয়, ওই টাকা ফেরত চাওয়ায় বাদীকে ক্রস ফায়ারের হুমকি দেয়া হয়েছে। এসব অভিযোগ এনে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে যশোর আদালতে মামলা করেছেন।
মামলায় কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দিপু গাঙ্গুলির ছেলে রাম গাঙ্গুলিকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগে আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলায় উল্লেখ করেছেন, রাম গাঙ্গুলি নিজেকে সাতক্ষীরা জেলা তালা উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক শ্যামল কুমার মজুমদারের ফুফুতো ভাই পরিচয় দেন। এছাড়া ওই কর্মকর্তার সাথে তোলা বিভিন্ন ছবিও দেখান। এক পর্যায় তিনি জানান পুলিশ বিভাগে অফিস সহকারী পদে তিনি চাকরি দিতে পারবেন। বাদী বিশ্বাস করে তার বোন আছিয়ার জন্য সুপারিশ করেন। একপর্যায় ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাম জানান চাকরি পেতে হলে ১৫ লাখ টাকা দিতে হবে। এতে রাজি হন ইকবাল। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি রামকে আট লাখ টাকা দেন ইকবাল। বাকি টাকা চাকরি কনফর্ম হলে দিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র নেয় রাম। এরপর রাম জানায়, চাকরি কনফর্ম হবে বাকি সাত লাখ টাকা দরকার। ২০২২ সালের পহেলা মে ইকবাল গরু,ছাগল, গাছ বিক্রি ও ধারদেনা করে সাত লাখ টাকা রামের হাতে দেন। এরপর থেকেই রাম বদলে যান। ফোন দিলে নানা ধরনের তালবাহানা করতে থাকেন। সর্বশেষ গত ২৬ জুন মোবাইল ফোনে টাকা ফেরত চাইলে রাম জানান ওই টাকা আর ফেরত দেয়া হবেনা। এ নিয়ে বাড়াবাড়ি করলে তার পুলিশ কর্মকর্তা ভাইকে দিয়ে জঙ্গি হিসেবে পরিচয় দিয়ে ক্রসফায়ারে দেয়া হবে। এরপর বিভিন্ন মহলে ধন্যা দিয়ে কোনো লাভ না হওয়ায় বাদী আদালতে মামলা করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, এরআগেও অনেকের সাথে রাম একই ধরনের প্রতারণা করেছেন। তিনি ওই পুলিশ কর্মকর্তাকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন।