রাইফেল ও গুলি উদ্ধারের ঘটনায় নবাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
যশোর ব্যুরো ঃ যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার প্রধান আসামি নবাব হোনের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই একরামুল হুদা বাদি হয়ে মামলাটি করেন। গত ৮ জুন রাত পৌনে নয়টার দিকে রবিউল ইসলাম নবাব এর শ্বশুর বাড়ির পাশের বিশ্বানাথ গাইনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি রাইফেল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়। নবাব যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের মফজেল হোসেনের ছেলে।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ৬ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ের যুবলীগ কমী আলী হোসেন নবাবের ছোড়া গুলিতে নিহত হন। ওই ঘটনার পর হত্যাকারী নবাব হোসেনকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে গত ৮ জুন রাত পৌনে ৯টার দিকে নবাবের শ্বশুর বাড়ির পাশ থেকে একটি রাইফেল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে নবাব আটক হওয়ার পর জানা যায় ওই অস্ত্র গুলি তার। এমনকি হত্যাকান্ডে ওই অস্ত্র গুলি ব্যবহার করা হয়েছিল। ফলে ওই অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় ২৪ জুন সোমবার একটি মামলা হয়েছে।