রূপসায় ছুরি ও ইটের আঘাতে মাঝি সংঘের সদস্য আহত
থানায় লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের নির্বাহী কমিটির সদস্য মো. শহিদ মল্লিককে ছুরি ও ইট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শহিদ রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, (২৪ জুন সোমবার) সকাল আনুমানিক ১০ টার দিকে পূর্ব রূপসার রেলস্টেশন আসাদুলের চায়ের দোকানের ভিতরে মাঝি সংঘের সভাপতি আব্দুল হালিম চৌকিদারের ছেলে মাঝি মো. হাসান চৌকিদারের সাথে আহত শহিদ মল্লিকের ছেলের সামান্য কথা কাটাকাটি হয়। বিষয়টি ছেলের অভিভাবক হিসেবে মিমাংসা করতে গেলে মাঝি শহিদ এবং তার পরিবারকে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এমনকি শহিদকে মাথায় ও পিঠে ছুরি ও ইট দিয়ে আঘাত করে আহত করা হয়। এ সময় হামলাকারী হাসান সভাপতির ছেলে পরিচয় দিয়ে খুন জখমের ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদান করে তাকে শাসানো হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। আহত শহিদ মল্লিককে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারী হাসান চৌকিদার একজন মাদক সেবনকারী। এই হাসানের বিরুদ্ধে পূর্বে মামলা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী বিষয়টি প্রতিকারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রূপসা কিসমত খুলনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রকাশ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ও টু-আইসিকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।