স্থানীয় সংবাদ

সাংবাদিক বালু হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার দাবিতে সাংবাদিক সুরক্ষা মঞ্চের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালুর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ জুন (বৃহস্পতিবার) সাতরাস্তা মোড় শহীদ ডা. মিলন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনা এ কর্মসূচি আয়োজন করে। বেলা ১২টায় দৈনিক জন্মভূমি ভবনে শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালুর স্থায়ী ম্যুরালে মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এস এম হাবিব, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মো: শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সদস্য সচিব বাবুল আক্তার ও সাবেক সভাপতি সুনীল কুমার দাস।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এস এম হাবিব। বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপীর পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার রহমান বাবু ও শেখ দিদারুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মো: শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সদস্য সচিব বাবুল আক্তার ও সাবেক সভাপতি সুনীল কুমার দাশ।
উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রার্থী সাঈয়েদুজ্জামান সম্রাট ও সাধারণ সম্পাদক প্রার্থী মহেন্দ্র নাথ সেন, দৈনিক খুলনার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, অরুন কুমার ম-ল, দীলিপ পাল, ডিবিসি র আমিরুল ইসলাম, গাজী টিভির লিয়াকত হোসেন, আনন্দ টিভির আমজাদ আলী লিটন, দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মো: মিলন, ইন্ডিপেন্ডেন্ট টিভির অভিজিৎ পাল, আরটিভির এস এম মনিরুজ্জামান, রকিবুল ইসলাম মতি, আবু নুরাইন খোন্দকার, উত্তম সরকার, বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, দীপঙ্কর রায়, নিউজ ২৪ এর মো: রফিক, এটিএন বাংলার সাঈদ হোসেন দেশ সংযোগের মিজানুর রহমান, আমিরুল ইসলাম বাবু, শেখ জাহিদুল ইসলাম, শেখ রাসেল, মেহেদী হাসান পলাশ, মাহফুজুল আলম সুমন, আলাউদ্দিন, জুয়েল রানা, শঙ্কর কুমার বিষ্ণু, হাবিবুর রহমান, আরিফুর রহমান, পারভেজ খান, আব্দুল আজিজ, শেখ জালাল আহমেদ প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বালু ভাইয়ের হত্যাকান্ডের হাস্যকর তদন্ত সাংবাদিক সমাজ থেকে বারবার প্রত্যাখান করা হয়েছে। আমারা প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছি বালু ভাইয়ের হত্যাকারী, অর্থদাতা, পরিকল্পনাকারীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুনঃতদন্তের নির্দেশনা প্রদান করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button