স্থানীয় সংবাদ

দাকোপে নব নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

# উপজেলা পরিষদ নির্বাচন #

দাকোপ প্রতিনিধি ঃ দাকোপে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন ও ভাইস চেয়ানম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তারকে এ দায়িত্ব অর্পন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তৃতা করেন বক্তৃতা করেন উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় এবং নব নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রশাসনের মধ্যে উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ’লীগনেতা এবিএম রুহুল আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা,উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান। সভা শেষে পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন এবং নব নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত বাজুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন,ইউপি আ’লীগ সভাপতি সরোজিত রায় কুঞ্জ, ইউপি আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকার, উপজেলা আ’লীগনেতা সুশংকর বাছাড় চেকন, ইউপি আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকার, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে নিত্যরঞ্জন কবিরাজ, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, মৃনাল কান্তি মল্লিক, জ্যোতিশংকর রায়, অরবিন্দু সরদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোবিন্দ বিশ^াস, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, আ’লীগনেতা বিধান চন্দ্র বিশ^াস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, পৌর কাউন্সিলর নাসিমা বেগম, আমোদীনি রায়, দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগের আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জিব রায়, রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, সুরঞ্জন কুমার মন্ডল, মিঠুন সাহা, শেখ পারভেজ, ইউপি মেম্বর যথাক্রমে মোঃ জহির শেখ, আইয়ুব আলী ঢালী, মোঃ খোরশেদ আলম শেখ, নীল কোমল সরদার প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button