মণিরামপুরে স্ত্রীর গলাকেটে স্বামীর আত্মহত্যা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরে হত্যাকল্পে পারভীনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে স্বামী উজির আলী ধারালো গাছি দা দিয়ে গলাকেটে গুরুত্বর জখম করেছে। স্থানীয় লোকজন গৃহবধূ পারভীনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে৷ ঘটনার রাতে স্বামী উজির আলী স্ত্রীর মৃত্যু নিশ্চিত ভেবে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বুধবার রাতে মণিরামপুর উপজেলার নেহালপুর বাজারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক হুসাইন জানান, উজির আলীর বাড়ি উপজেলার বালিধা গ্রামে। দ্বিতীয় স্ত্রী পারভীনাকে নিয়ে নেহালপুর বাজারে ভাড়া বাসায় থাকেন। পারিবারিক কলহে বুধবার রাতে উজির আলী স্ত্রী পারভীনাকে হত্যার উদ্দেশ্যে ধারালো গাছি দা দিয়ে গলাকেটে রক্তাক্ত জখম করে পালিয় যায়। এলাকার লোকজন জানতে পেরে পারভীনাকে উদ্ধার করে রাতেই মনিরামপুর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। মণিরামপুর থানার অফিসার এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত পারভীনা বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এদিকে রাতেই স্ত্রীর মৃত্যু নিশ্চিত ভেবে স্বামী উজির আলী ভাড়া বাসা এলাকায় একটি সজিনা গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা উজির আলীর (৫০) এর লাশ ঝুলন্ত অবস্থায় সজিনা গাছ থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।