স্থানীয় সংবাদ

দৃশ্যমান খুবির প্রধান ফটক : ৩০ জুন উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ মহান মুক্তিযুদ্ধের আবহকে ফুটিয়ে তুলে নির্মাণাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এখন দৃশ্যমান। নান্দনিক স্থাপত্য শৈলী সম্বলিত ফটকটির নাম দেওয়া হয়েছে বিজয় তোরণ। ইতোমধ্যে শেষ হয়েছে ৯৫ শতাংশ নির্মাণ কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় ১ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে এই স্থাপনাটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা গেছে আগামী ৩০শে জুন উদ্বোধন করা হবে বিজয় তোরণ। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের বধ্যভূমির উপর। মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে অম্লান রাখতে এবং চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে স্থাপত্য শৈলীতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের ভাবগাম্ভীর্য। বিজয় তোরণে রয়েছে মোট সাতটি স্তম্ভ যা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন,৬২’র শিক্ষা আন্দোলন,৬৬’র ছয় দফা,৬৯ এর গণঅভ্যুত্থান,৭০ সালের নির্বাচন ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধ কে নির্দেশ করা হয়েছে। এছাড়া ফটকটির ডানদিকের অংশে ইংরেজি বড় হরফে লেখা খুলনা ইউনিভার্সিটি। যা যে কারোর নজর কাড়বে। বাম অংশের প্রশস্ত দেওয়ালে খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো সংযুক্ত করা হয়েছে।এটি বিজয় তোরণকে করছে আরো বেশি জাঁকজমকপূর্ণ। এগুলো মূলত আধুনিক স্থাপত্য কলার নিদর্শন। বিজয় তোরণের এই স্থাপত্য শৈলী যেন আধুনিকতা ও বাঙালির অতীত ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন।ম ূল ফটকটির নকশা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ খান ও প্রভাষক অন্তু দাশ। উল্লেখ্য, প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বিভাগ এবং ঠিকাদার প্রতিষ্ঠান আলফা ইন্টারন্যাশনাল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button