স্থানীয় সংবাদ

খুলনা সদর থানা বিএনপির ২১, ২৩ ও ২৭ কর্মসভা ও সম্মেলন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সদর থানা বিএনপির অর্ন্তগত ২১, ২৩ ও ২৭ নং ওয়ার্ড বিএনপি কর্মী সভা ও সম্মেলন আজ। দিনভর খুলনা প্রেসক্লাব মিলনায়তনে তিন ওয়ার্ডের কর্মীসভা ও সম্মেলন অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় প্রথমে ২৭ নং ওয়ার্ডের কর্মীসভা ও সম্মেলন শুরু হবে। পরবর্তীতে দুপুরের নাজামের ও খাবার বিরতি শেষে ২১ ও ২৩নং ওয়ার্ডের কর্মীসভা ও সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ নির্ধারণ করবে প্রতি ওয়ার্ডের ৩১জন কাউন্সিলর। ইতঃমধ্যে তিনপদে আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন কমিশন।
কর্মসভা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। উদ্বোধক থাকবেন সদও থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button