বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগী প্রযোজক রাকিব আর নেই
স্টাফ রিপোর্টার ঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউ মিডিয়া বিভাগের সহযোগী প্রযোজক ইমরান হোসেন রাকিব আর নেই। বৃহস্পতিবার রাত ৮টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ২৭ বছর। রাকিবের ভগ্নিপতি শেখ সিয়াম আহমেদ জানান, অ্যাজমার সমস্যায় ভুগছিলেন রাকিব। এর সঙ্গে মাথা ব্যাথা, জ্বর, অনিদ্রাসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত ১২ দিন তিনি খুলনা আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে অন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। রাত ৮টার দিকে অন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, জ্বর ও মাথাব্যাথা নিয়ে গত ১২ জুন ঢাকায় বেসরকারি ইবনে সিনা হাসপাতালে যান রাকিব। তার পরিবারের সদস্য ও চিকিৎসকরা জন্ডিসের আশঙ্কা থেকে তাকে সেখানে ভর্তি করা হয়। এখানে দুই দিন ভর্তি থাকার পর পরিবারের সদস্যরা তাকে খুলনায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সেখানে ভর্তি করা হয় আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে।
রাকিবের ছোট বোনের স্বামী সিয়াম বলেন, বৃহস্পতিবার দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। তখন তারা হাসপাতাল বদলের পরিকল্পনা করেন।
তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ করে বলেন, “দুপুরে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আমরা অক্সিজেন সুবিধা চেয়েও পাচ্ছিলাম না। হাসপাতাল থেকে রিলিজও চেয়েও পাচ্ছিলাম না। রাত ৮টার দিকে রিলিজ পেয়ে ”খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”তার আকস্মিক মৃত্যুর খবরে খুলনার বয়রা এলাকার বাসিন্দারা শোকাহত হয়ে পড়েছেন। ওই এলাকাতেই তার পরিবারের বসবাস। দুই ভাই ও এক বোনের মধ্যে রাকিব ছিলেন মেজ। তার বাবা আমীর হোসেন অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার। ঢাকায় তিনি বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন।
রাকিব ২০১৯ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউ মিডিয়া বিভাগে কাজ করছিলেন। বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক পড়ার সময়ে একাধিক শর্ট ফিল্ম নির্মাণ করেছিলেন তিনি। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ করার সময় বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। বিভিন্ন ইভেন্টের লাইভ করার পাশাপাশি উপস্থাপনাও করতেন। কণ্ঠ দিতেন বিভিন্ন প্রতিবেদনে। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।