স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজা ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর পৌরসভার মোড় খালিশপুরের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে আলানুর হোসেন শিশির(২৬), গাবতলা রেল লাইনের পাশের মৃত চুন্নু শেখের ছেলে মোঃ সুমন শেখ(২৭), দেয়ানা দক্ষিনপাড়ার মৃত: তাহাজ্জত শেখের ছেলে মোঃ ইয়াসিন শেখ(৪২), রায়ের মহল ব্যাংক কলোনীর মৃত: কাজল মোল্লার ছেলে মোঃ অমিত হাসান রনি(২০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫২০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।