যশোর বোর্ডে ১ লাখ ২৪ হ্জাার ১শ’ ৪৮ পরীক্ষার্থী অংশ নিচ্ছে
আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ আজ ৩০ জুন রোববার অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচএসসি) পরীক্ষা। চলতি বছরে যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৪ হ্জাার ১শ’ ৪৮ পরীক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। গত বছর ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১১ হাজার ৩৯ জন। এ বছর পরীক্ষায় ১৩ হাজার ১০৯ জন বেশী পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বোর্ড সূত্র মতে চলতি বছরে যশোর শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ২শ’ ৩০ টি কেন্দ্রে ৫শ’ ৭৪টি কলেজ থেকে অংশ নেবে ১ লাখ ২৪ হ্জাার ১শ’ ৪৮ পরীক্ষার্থী। গত বছরের চেয়ে এ বছর ছেলে ও মেয়ে বেশী পরীক্ষার্থী অংশ নিবে। গত বছর ছেলে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ২শ’ ১৩ জন, এবছর ৬১ হাজার ৮শ” ৭৮। ছেলে পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৬শ’ ৬৫ জন । গতবছর পরীক্ষায় অংশ নেয় ৫৫ হাজার ১শ’৪২ জন মেয়ে পরীক্ষার্থী। এবছর অংশ নেবে ৬২ হাজার ২শ’ ৭০ জন। বেড়েছে ৭ হাজার ১শ’২৮ জন মেয়ে পরীক্ষার্থী। এবছর বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ২শ’ ১৬ জন পরীক্ষার্থী, মানবিক বিভাগে ৮৫ হাজার ৭শ’ ৫২ জন পরীক্ষার্থী ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে ১৫ হাজার ১শ’ ৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এইচএসসি পরীক্ষায় এবছর খুলনা জেলা থেকে পরীক্ষায় অংশ নেবে ২৩ হাজার ৪শ’ ৬৫ জন পরীক্ষার্থী, যশোর জেলায় ২০ হাজার ৪শ” ৯০ জন পরীক্ষার্থী, বাগেরহাট জেলায় ৮ হাজার ৬শ’৬৩ পরীক্ষার্থী, সাতক্ষীরা জেলায় ১৩ হাজার ৯শ’ ৪২ জন পরীক্ষার্থী, কুষ্টিয়া জেলার ১৬ হাজার ৩শ’ ৫৯ পরীক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার ৭ হাজার ৭শ’২২ জন পরীক্ষার্থী, মেহের পুর জেলার ৪ হাজার ৪শ’ ৫জন পরীক্ষার্থী নড়াইল জেলার ৫ হাজার ৭শ” ২৯ জন পরীক্ষার্থী, ঝিনাইদহ জেলার ১৬ হাজার ৩শ’ ৮৪ জন পরীক্ষার্থী ও মাগুরা জেলা থেকে ৬হাজার ৯শ’ ৮৯ জন পরীক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ জানান, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার খাতা কেন্দ ্রগুলোত পাঠিয়ে দেয়া হয়েছে। সেই সাথে প্রশ্ন আনার সিকিউরিটি খাম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দেয়া হয়েছে। তারা ট্রেজারি থেকে খামে করে নিরাপত্তার মাধ্যমে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবে। পরীক্ষার সময় সূচি অনুযায়ী কোর্ড থেকে সঠিক ভাবে প্রশ্ন বিতরণ করে সেই নির্দেশনা দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বরাবরই ১৪৪ ধারা বলবৎ থাকবে। নকল মুক্ত পরীক্ষা গ্রহনে বোর্ড থেকে ভিজিলেন্স টিম কেন্দ্রগুলোতে পর্যবেক্ষন করবেন। তাছাড়া,স্থানীয় জেলায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্রগুলোতে সর্বক্ষনিক পর্যবেক্ষন টিম অবস্থান করবেন বলে জানাগেছে।