রূপসার যুগিহাটিতে যুবককে মারপিট : থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার ঃ রূপসার যুগিহাটীতে শত্রুতার জের ধরে এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, (২৯ জুন) শনিবার সকাল সাড়ে ৭ টায় রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের যুগিহাটি পশ্চিম পাড়া এলাকার মো. হুমায়ুন কবির মোল্লা’র বাড়ির সন্নিকটে এসে তার ছেলে মো. মাহিন (২৭) কে প্রতিপক্ষরা মোবাইল ফোনে ডেকে তাকে মোটর বাইকে উঠতে বলে। মাহিন কি কারনে তাদের বাইকে উঠবে এই কথা বললে তারা তাকে উল্টো কিল-ঘুষি, লাথি, চড়, থাপ্পর মেরে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে আহত করা হয়। ঘটনাটি মা’ নাজমুন নাহার পায়রা জানতে পেরে ঠেকাতে আসলে তারা তাকেও মারপিট করে প্রাণ নাশের হুমকি প্রদান করে। পরে প্রতিপক্ষদের হাত থেকে ছেলেকে উদ্ধার করে ওই রাতেই খুলনা জেনারেল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার সাথে জড়িত দেয়াড়া এলাকার প্রতিপক্ষ ওয়ালিদ হাসান (২০) মো. জোনাব আলী ও মো. রিয়াজুল (২৩) সহ আরো অজ্ঞাতনামা ৮-১০ জন। এর আগে (২৬ জুন) রাত আড়াই টায় যুগিহাটি ভুক্তভোগীর বসত বাড়ীর সন্নিকটে ধারালো, দাঁ, লোহার রড নিয়ে এসে ছেলে মাহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন করার হুমকি প্রদান করেন। (২১ মে) দুপুরে যুগিহাটি গ্রামস্থ ননদ লিলি খাতুন কে মারপিট করেন। এঘটনায় রূপসা থানায় মামলা হয়। উক্ত মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে তারা ভুক্তভোগীদের পূনরায় মারধর করে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন