স্থানীয় সংবাদ
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্রে অনুপস্থিত ১৩২৮ : বহিস্কার ১জন
যশোর ব্যুরো ঃ চলতি বছরে ৩০ জুন রোববার অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা আবশ্যিক ১ম পত্র (১০১) বিষয় পরীক্ষায় যশোর বোর্ডে ১,৩২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বিষয় ১ লাখ ৬ হাজার ৪শ” ৫৪জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১লাখ ৫ হাজার ১শ’ ২৬জন। পরীক্ষা চলাকালে অসাদুপয় অবলম্বের জন্য সাতক্ষীরা জেলায় ১জনকে বহিস্কার করা হয়েছে। বহিস্কার শিক্ষার্থীর সাতক্ষীরা কেন্দ্র কোড নং ২৫১ এর রোল নং ৬৭৫৮০২। খুলনা বিভাগে বাংলা আবশ্যিক ১ম পত্র পরীক্ষায় যশোর জেলায় ১৭২জন,খুলনায় ২৫৮জন,বাগেরহাট জেলায় ৯৩জন,সাতক্ষীরায় ১৬৯জন,কুষ্টিয়ায় ১৪৬জন, চুয়াডাঙ্গায় ১০৪জন, মেহেরপুর জেলায় ৫১জন, নড়াইল জেলায় ৬৩জন,ঝিনাইদহ জেলায় ১৯৮জন ও মাগুরা জেলায় ৭৪জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ তথ্য নিশ্চিত করেছেন।