স্থানীয় সংবাদ

যশোরে পলি হত্যাকা-ের আসামী রমজান ডিবি পুলিশের হাতে গ্রেফতার

যশোর ব্যুরোঃ যশোরের মনিরামপুর উপজেলার মাছনা মোড়ল পাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের মঙ্গলী পলি হত্যা কান্ডের সাথে জড়িত নায়ক চোর রমজান হোসেন ওরফে বাবুকে (২৭) আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। শনিবার ২৯ জুন রাতে যশোর শহরতলীর মুড়লী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি এবং হত্যার পর লুট করা স্বর্ণালংকার, নগদ ১২শত টাকা, আসামীর ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকান্ডের শিকার পলির রক্তমাখা কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের শিখার তৃতীয় লিঙ্গের মঙ্গলী পলি খাতুনের সাথে চোর রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পকর্ ছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। রোববার ৩০ জুন দুপুরে যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন। ঘাতক আসামি রমজান হোসেন ওরফে বাবু মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আলী আহমেদ এর ছেলে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, গত ২৮জুন সন্ধ্যা সাড়ে ৭টার সময় মনিরামপুরের মাছনা মোড়লপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলির বসতঘরে বারান্দায় গলাকাটা লাশ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। এই সংক্রান্তে নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে মণিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। যশোর ডিবি পুলিশের একটি টিম হত্যাকান্ডের ঘটনায় ছায়া তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত অপরাধীকে সনাক্ত করে।
এরপর শনিবার ২৯ জুন বিকেলে সাড়ে ৬টার দিকে যশোর শহরতলীর মুড়লী মোড় থেকে আসামী রমজান হোসেন কে গ্রেফতার করেন। এরপর তার কাছ থেকে থেকে পলির ঘর থেকে চুরি করা স্বর্ণালংকার, আসামীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারসহ আসামী রমজানের স্বীকারোক্তি মোতাবেক তার বসতবাড়ী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি, ঘটনাস্থল থেকে চাপাতির রক্তমুছা রক্তমাখা কাপড় উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামী রমজান হোসেন ওরফে বাবু একজন কুখ্যাত চোর ও মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্ক ছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। ঘটনার দিন নিহতের বাসায় চুরির পরিকল্পনা করে বাড়িতে যায় চোর রমজান। গভীর রাতে পলির বাড়িতে চুরি সংঘটনের সময় টের পেয়ে পলির সাথে রমজানের ধস্তাধস্তির এক পর্যায় ঘরে থাকা ধারালো চাপাতি দ্বারা গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তৃতীয় লিঙ্গের পলিকে হত্যা করে। এরপর তার ঘরে থাকা স্বর্ণের কানের দুল, নগদ ২২শত ৫০ টাকা চুরি করে পালিয়ে যায় চোর রমজান ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button