১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বাছাই পর্ব আগামী ১১জুলাই কুয়েটে অনুষ্ঠিত হবে
# খুলনা বিভাগীয় স্কুল ও কলেজ পর্যায়ে #
# উত্তীর্ণরা আগামী ৩আগস্ট ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ মহাকাশ ও জ্যোতিবিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষে আগামী ১১জুলাই বৃহস্পতিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(কুয়েটে) ১৯তম এপেক্রা অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের স্কুল ও কলেজ পর্যায়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্র্থী বাছাই পর্বে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে জাতীয় পর্বে এবং পরবর্তিতে আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণ করবে। গতকাল ১ জুলাই সোমবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল লিখিত বক্তব্যে জানিয়েছেন, মহাকাশ ও জ্যোতিবিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে আগামী ১১ জুলাই বৃহস্পতিবার কুয়েট ক্যাম্পাসে ১৯তম এপেক্রা অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় ২শতাধিক শিক্ষার্থী বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বাছাই পর্বের প্রতিযোগিতায় স্কুল ও কলেজের ১৪ বছর থেকে ১৮ বছর বয়েসী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। কুয়েটে অনুষ্ঠিত বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষার মাধ্যমে ৪০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র এবং ২০জন জুনিয়র গ্রুপে থাকবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ২০২৪ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের অ্যাস্ট্রো-অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বে সিনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫জন মোট ৩০ জনকে নিয়ে ৪দিনের আবাসিক ক্যাম্প এবং চুড়ান্তভাবে বাছ্ইা করা হবে। আবাসিক ক্যাম্প থেকে চুড়ান্ত ভাবে নির্বাচিত ৫জন প্রতিযোগি আসন্ন ২৮তম আন্তার্জাতিক অ্যাস্ট্রো-অল্পিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি জাহিদ আলী মামুনের সঞ্চালনায় এ সময় এপেক্রা আ্যাস্টো-অলিম্পিয়াড বরিশাল বিভাগীয় আয়োজক কমিটির সমন্বয়ক সাংবাদিক সাঈদ পান্থ ও খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।