স্থানীয় সংবাদ

যশোরে সৌদি রিয়াল বিক্রি করতে এসে প্রতারক চক্রের ৫সদস্য আটক

যশোর ব্যুরো ঃ প্রতারণার উদ্দেশ্যে সৌদি রিয়াল বিক্রি করতে এসে চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দেয়ার পর পুলিশ অভিযান চালিয়ে চক্রের আরো চার সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখলে থাকা ২টি ১শ’ রিয়াল, ২টি ছোট গামছা ও ১টি কালো রংয়ের ট্রাভেলস ব্যাগ জব্দ করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার তালকান্দা গ্রামে বর্তমানে যশোর শহরতলী পালবাড়ী এলজিইডি এর বিপরীত পাশের্^ নাসির উদ্দিন এর ভাড়াটিয়া মৃত মাজেদ খালাসীর ছেলে ছাত্তার হোসেন ওরফে একরাম,বাগেরহাট জেলার সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বর্তমানে উল্লেখিত যশোরের ভাড়াটিয়া বাড়ির রহমান শেখ এর ছেলে এনামুল শেখ, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চন্দি দাসদী (দাড়িয়ার মাঠ কলেজপাড়া) বর্তমানে যশোর উল্লেখিত বাড়ির ভাড়াটিয়া মৃত কাচাই ফকিরের ছেলে মোমরেজ ফকির, গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার আলীপুর চরপাড়া বর্তমানে যশোর উল্লেখিত এলাকার বাড়ির ভাড়াটিয়া আজগর আলী মাতুব্বরের ছেলে মহিউদ্দিন মাতুব্বর ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সারশাকান্দি চন্ডি দাসদী গ্রামের বর্তমানে যশোর উল্লেখিত এলাকার বাড়ির বাড়াটিয়া মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে আব্দুর রহমান ওরফে ছালাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার গভীর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, বাগেরহাট জেলার চিতলমারী থানার খাগড়াবুনিয়া গ্রামের বর্তমানে উপশহর বন্ধ আবাসিক হোটেলের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে প্রনব কুমার রায়। গ্রেফতারকৃতদের সোমবার ১ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বাদি উল্লেখ করেন,গত ৩০ জুন বিকেল সাড়ে ৬ টায় উপশহর নিউ মার্কেট মোড়ে রবিউল এর চায়ের দোকানে বাদিসহ স্থানীয় আরো অনেকেই অবস্থানকালে এমন সময় একজন প্রতারক সেখানে এসে বলে যে, তার কাছে সৌদি রিয়াল আছে। সৌদি ১শ’ রিয়ালের ৫০টি নোট আছে। বাংলাদেশে ৫০ হাজার টাকায় বিক্রি হবে। বিষয়টি বাদির সন্দেহ হলে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতারক সদস্য মহিউদ্দিনকে আটক করে। মহিউদ্দিনকে পুলিশ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানান তার সাথে সহযোগীরা যশোরের পালবাড়ী মোড়ের উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে অবস্থান করছে। মহিউদ্দিনকে নিয়ে পালবাড়ীর উক্ত বাড়িতে অভিযান চালিয়ে আরো চার প্রতারককে আটক করে। এসময় তাদের দখল হতে উল্লেখিত সৌদি রিয়াল,গামছা ও ট্রাভেলস ব্যাগ উদ্ধার করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button