স্থানীয় সংবাদ

শেরে বাংলা মার্কেট চাঁনমারী ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি ঃ শেরে বাংলা মার্কেট চাঁনমারী এ্যাপ্রোচ রোড, শিপইয়ার্ড, খুলনা এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪ এ নজরুল- মোশারেফ প্যানেলসহ জয় লাভ করে। উক্ত নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন ১. মো: নজরুল ইসলাম- সভাপতি ২. মো: ইয়াকুব আলী বাহার- সহ-সভাপতি (সিনিয়ার) ৩. মো: নুর আলম- সহ-সভাপতি (জুনিয়ার) ৪. গাজী মোশারেফ- সাধারণ সম্পাদক ৫. মো: শহীদুল ইসলাম- যুগ্ম সাধারণ সম্পাদক ৬. শওকত হোসেন- সাংগঠনিক সম্পাদক ৭. মো: ইউসুফ আলী দপ্তর সম্পাদক ৮. মো: আলাউদ্দীন- প্রচার সম্পাদক ৯. মো: গোলাম নবী- কোষাধক্ষ ১০. মো: শাকিল- সদস্য ১১. মো: শাহাদৎ হোসেন সদস্য। তাদের সকলের প্রতীক গোলাপ ফুল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button