খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় জুন মাসে বিএসটিআই’র ৭ মোবাইল কোর্ট
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
# জরিমানা ৩৮ হাজার টাকা #
# নমুনা পরীক্ষায় মৌসুমি ফলে এখনও ফরমালিনের উপস্থিতি মেলেনি
# খোলা বাজার ও কারখানা থেকে ৬১টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ
স্টাফ রিপোর্টার ঃ মহানগরীসহ খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা উপজেলার হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই। এই অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করা হয়। এছাড়া, নমুনা পরীক্ষায় বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদিসহ মৌসুমি ফলে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন বিএসটিআই খুলনা বিভাগীয় উপ-পরিচালক ও অফিস প্রধান মোঃ আলাউদ্দিন হুসাইন। বিএসটিআই সূত্রে জানা গেছে, জনস্বার্থে মানসম্মত পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধেকল্পে বিএসটিআই, খুলনার উদ্যোগে গত জুন মাসে মহানগরীসহ খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা-উপজেলাসমূহের হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ লঙ্ঘণের দায়ে মোট ৭টি মামলা দায়ের করা হলে সংশ্লিষ্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৮ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করেন। উক্ত সময়ে ১৯টি সার্ভিল্যান্স পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা থেকে ৬১টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদিসহ মৌসুমি ফলমুলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।