প্রাণভয়ে নিজ বাড়ি ছাড়া মামলার বাদী
# পথের বাজারে অন্তঃসত্বা গৃহবধু ও ছোট শিশুকে কুপিয়ে জখমের ঘটনা #
# পর মামলার আসামি জামিনে এসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি #
সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি : নগরীর পথেরবাজারে আতœসত্তা গৃহবধূ ও তার ১১ বছর শিশু সন্তান কে হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা মামলার আসামি একই এলাকার প্রভাবশালী সন্ত্রাসী , এম এসকে গেট সংলগ্ন আবু আহম্মেদ মোল্লার পুত্র এম এসকের বাবুর্চি রাকিব শেখ আদালত থেকে জামিনে বেরিেেয় এবার মামলার বাদী ও তার স্বামীও শিশু পুত্রকে প্রকাশ্রে হত্যার হুমকি দিচ্ছে । হুমকি পেয়ে নিজেদের জিবনের নিরপত্তায় নিজের বসতবাড়ি তালা মেরে মামলার বাদি পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেরাচ্ছে । গত ৭ জুন বিকাল ৪ টায় পথেরবাজারে আতœসত্তা গৃহবধূ ও তার ১১ বছর শিশু সন্তানকে হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একই এলাকার প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী । এ ঘটনায় ভুক্তভুগি ওই নারী বাদি হয়ে ফুলতলা থানায় রাকিব শেখ (৩৮) তার স্ত্রী শিলা পারভিন সহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন এর নামে মামলা দায়ের করে । মামলার এজাহার সুত্রে জানা যায় গত ৭ জুন বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় হঠাৎ বাদির বসত বাড়ির সামনে এসে বিবাদীরা এলোপাতাড়ি মারপিট করে । এ সময় আসামি রাকিব শেখ বাদির শিশু কন্যা ইমু (১১) হত্যার উদ্যেশ্যে মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। বাদি হাসিনা তার শিশু মেয়েকে বাচাতে গেলে বিবাদীরা বাদীর পরনে কাপড় ধরে টানা হেচড়া করে শ্লীতাহানী ঘটায় বাদি আতœসত্তা জেনেও বাদিকে বেধরক মারপিট করে নিলাফোলা জখম করে । তখন বাদীর চিৎকারে এলকাবাসি এগিয়ে আসলে আসামিরা প্রানে মেরে ফেলার হুমকি ধামকি প্রদান করে ঘটনস্থল ত্যাগ করে । পরবর্তীতে স্থানিয়রা গুরতর জখম মামলার বাদী হাসিনা ও তার শিশু কন্যাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানা যায় শিশু কন্য ইমুর মাথায় ৩ টি সেলাই লেগেছে ও মামলার বাদি হাসিনার শরিরের বিভিন্নস্থানে আঘাতের দাগ রয়েছে। এর আগেও বিবাধীরা কয়েককদফায় মামলার বাদি হাসিনা ও তার পরিবারের সদস্যদেরকে ক্ষমতার প্রভাব খাটিয়ে মারধর করে। ফুলতলা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন ঘটনার পরপরই ২ জনকে আটক করা হয় । তবে নতুন কওে মামলার আসামি জামিনে এসে বাদিকে হুমকি দিচ্ছে এমন কোন অভিযোগ পাইনি যদি পায় তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থ্যা গ্রহন করা হবে। মামলার বাদী হাসিনা বেগম বলেন আদালাতে মামলার ধার্য তারিখ আদালত থেকে আসার পর একই এলাকার মোঃ আলীর পুত্র ও এম এসকের বাবুর্চি শহিদ ও মোকেলছ আমাকে ও আমার স্বামিকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যপারে তিনি ফুলতলা থানার ওসি সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন। এলঅকাবাসি জানান ১ নং আসামি রাকিব ও শহিদ এম এসকে চাকুরি করে এমন প্রভাব খাটিয়ে এলাকায় দির্ঘদিন ধরে নিরীহ মানুষকে প্রতিনিয়ত হয়রানি করে আসছে।