স্থানীয় সংবাদ

কেসিসির অনলাইন ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রমে ব্যাপক সাড়া

দু’দিনে ৬০টি আবেদন দাখিল, ব্যস্ত সময় পার করছেন লাইসেন্স ইন্সপেক্টররা

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) অনলাইন ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রমে সারা পড়েছে। আগ্রহ সহকারে নতুন নিয়মে ট্রেড লাইসেন্স করতে আসছে ব্যবসায়ীরা। তারা এ নিয়মে বেশ সন্তোষ্ট। কারণ এতে ব্যবসায়ীর নেই কোন বাড়তি খরচ। ঝামেলামুক্ত এ নিয়মে ট্রেড লাইসেন্স করতে পেরে খুশি খালিশপুর বিআ্ইডিসি রোড থেকে আসা জুতা ব্যবসায়ী রফিকুল ইসলামসহ আরো অনেকে। তারা বলেন, বিগত দিনে লাইসেন্স করতে এসে দিনের পর দিন ঘুরতে হতো। এখন তা হচ্ছে না। এ কাজ সম্পন্ন করতে হলে ট্রেড লাইসেন্স ইন্সপেক্টরদের অবশ্যই কম্পিউটার জানতে হবে। সে ব্যাপারে ইন্সপেক্টরদের আগেভাগেই তাগিদ দেয়া হয় বলে জানান রাজস্ব অফিসার মোঃ অহিদুজ্জামান। নতুন নিয়মে ব্যবসায়ীদের সামাল দিতে প্রথম দিকে লাইসেন্স ইন্সপেক্টরদের ব্যস্তÍ সময় পার করতে হচ্ছে। পহেলা জুলাই থেকেই ইন্সপেক্টররা অনলাইনে ট্রেড লাইসেন্স কার্যক্রম শুরু করেছেন। গত দু’দিনে ৬০টি আবেদন দাখিল করা হয়েছে। ব্যবসায়ীরা বিষয়টি যত জানবেন চাপ তত বাড়বে। তবে প্রথম দিকে কাজটি সম্পন্ন করতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। সূত্র মতে, গত ২৭ জুন সিটি মেয়র কেসিসি’র অনলাইন ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। নগরবাসী ২০২৪-২০২৫ অর্থবছর থেকে ঘরে বসেই কেসিসি’র ওয়েবসাইট (www.khulnacity.gov.bd A_ev www.kcctl.gov.bd) থেকে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করে নিতে পারছেন। উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে। অনলাইনে ভোগান্তিমুক্তভাবে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদানের কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে অফিসে না এসেই ব্যবসায়িরা ট্রেড লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। তবে যারা অনলাইনে করা ঝামেলা মনে করবেন তারা আপাতত নগরভবনে অপলাইনে ট্রেড লাইসেন্স করতে পারবেন। এ জন্য নগরভবনের ট্রেড লাইসেন্স শাখায় থাকবে হেলপ ডেক্স। আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতির সুযোগ কমবে। সূত্রে আরো জানা যায়, এ প্রক্রিয়ায় ট্রেড লাইসেন্স করতে আর হাতের ছোয়া লাগছে না। বাঁচবে গ্রাহকদের সময়, টাকা ও শ্রম। ঘরে বসেই ব্যবসায়ীরা করতে পারবেন ট্রেড লাইসেন্স। এতে করে ট্রেড লাইসেন্স শাখার দীর্ঘ দিনের যে দুর্নাম তা আর থাকবে না। আসবে কাজের গতিশীলতা আর স্বচ্ছতা। নগরীতে কেসিসির ২১ হাজারের বেশী ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী রয়েছেন। ট্রেড লাইসেন্স করতে একজন ব্যবসায়ী অতিরিক্ত খরচ হয় ১০ টাকার টিকিট, ৩০ টাকার আবেদন ফরম, ৫০ টাকার ট্রেড লাইসেন্স বই। অনলাইনে ট্রেড লাইসেন্স করলে ব্যবসায়ীর এসব খরচ লাগবে না। এখন ট্রেড লাইসেন্স শাখায় ১০ জন লাইসেন্স ইন্সপেক্টর রয়েছেন। তাদের সবাইকে কম্পিউটার ব্যবহার জানতে হবে। অনলাইন জগতে প্রবেশ করলে অফিস রুমে ব্যবসায়ীদের সহায়তা করার জন্য প্রথম দিকে ৪/৫ জন কম্পিউটার অপারেটর থাকছেন। থাকছে হেলপ ডেক্স।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button