স্থানীয় সংবাদ

যশোরে ডিবি পুলিশের অভিযানে দুর্ধর্ষ তিন চোর আটক চুরির ২৪ টি এন্ড্রোয়েড ও ৬৬ টি বাটন মোবাইল উদ্ধার

যশোর ব্যুরো
যশোরে ডিবি পুলিশের অভিযানে দূর্র্ধষ তিন চোরকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া ২৪ টি এন্ড্রোয়েড ও ৬৬ টি বাটন মোবাইল ফোন উদ্ধার হয়েছে।আটককৃতরা হচ্ছে ,যশোর সদর উপজেলার হালসা গ্রামের জয়নুর মোড়ল, বালিয়া ভেকুটিয়ার আহসান জামিল ও পালবাড়ি ঘোষপাড়ার আশিকুজ্জামান আশিক। যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার ২ জুলাই রাত ১১ এগারোটার দিকে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে জয়নুরের নিজ বাড়ি থেকে একটি হ্যাক্সো মেশিন, একটি হাতুড়ি ও ১৪টি ব্রান্ডের মোবাইল ফোন এবং ৩০ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরেক আসামি জামিলের স্বীকারোক্তিতে শহরের বস্তাপট্টি এলাকায় নিজের দোকান জামিল স্টোর থেকে ১০ টি এন্ড্রোয়েড ও ২৩ টি বাটন মোবাইল ফোন এবং আরেক আসামি আশিকের এমকে রোডের আশিক টেলিকম থেকে আরও ২৩ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিবি আরও জানায়, ঝিকরগাছার একটি চুরি মামলা তদন্ত করতে যেয়ে তারা প্রথমে তথ্য পান। এরপর মোবাইল চুরি ঘটনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button