২৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক বেগ তানভীরুল অযমকে অব্যাহতি প্রদান
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
# হাবিবুর রহমান হাবিবকে দায়িত্ব প্রদান #
খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘদিন দলীয় কর্মকান্ডে অনুপস্থিতের কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়ায় এবং কর্মকান্ডে উপস্থিত না হওয়ায় বেগ তানভীরুল অযমকে ২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক পদ থেকে অব্যাহতি দিয়েছে দল। বুধবার (৩ জুলাই) রাতে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন বলে বিএনপি মিডিয়া সেল নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানান, দলীয় কর্মকান্ডে দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় ২৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক বেগ তানভীরুল অযমকে দলের পক্ষ থেকে পত্র মারফত এবং মুঠোফোনে বারংবার সক্রিয় হতে এবং চলমান ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে ওয়ার্ডের কমিটি গঠনের উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই। তার দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা ২৮নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কর্মকান্ড চরমভাবে ব্যাহত হয়েছে। ফলে দলের সিদ্ধান্ত মোতাবেক আহবায়ক পদ থেকে বেগ তানভীরুল অযমকে অব্যাহতি প্রদান করা হয় এবং যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে ২৮ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।