গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী খুলনা আসছেন আজ
তথ্যবিবরণী ঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী তিন দিনের সফরে আজ ৫ জুলাই খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৬ জুলাই সকাল নয়টায় ডুমুরিয়া চুকনগর বধ্যভূমি পরিদর্শন ও সকাল সাড়ে ১১টায় সিটি বাইপাসকে সংযুক্ত করে তিনটি লিংক রোড নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি বিকাল সাড়ে তিনটায় খালিশপুর হাউজিং প্রকল্পের জন্য নির্ধারিত প্রস্তাবিত স্থান পরিদর্শন, বিকাল চারটায় খালিশপুর বাস্তুহারা পরিদর্শন, বিকাল সাড়ে চারটায় দৌলতপুর শেখ রাসেল সিভিক সেন্টারের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন এবং সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় যোগদান করবেন। তিনি ৭ জুলাই সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত জোন ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, দুপুর সাড়ে ১২টায় নির্মাণাধীন বিভাগীয় কমিশনারের অফিস পরিদর্শন ও বেলা একটায় ওয়ারক্রইম যাদুঘর পরিদর্শন করবেন। তিনি বিকাল সাড়ে চারটায় বাগেরহাট জেলার রামপালের ঝনঝনিয়া আমাদের গ্রাম ক্যান্সার সেন্টার পরিদর্শন এবং বিকাল সাড়ে পাঁচটায় আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।