স্থানীয় সংবাদ

রাস্তা সংস্কারের আনন্দে মেয়রের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ বাস্তহারা সিটি বাইপাস সংযোগ সড়ক, বর্তমানে তালুকদার আব্দুল খালেক রোডের ই-টেন্ডার আহ্বান করায়, এলাকাবাসীর মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। মদিনাবাগ আবাসিক জনকল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার এলাকার ৩টি জামে মসজিদ : মদিনাবাগ জামে মসজিদ, গাজীখুটো জামে মসজিদ, বাইনূর জামে মসজিদে মেয়র তালুকদার আব্দুল খালেকের সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজন করা হয়। গুরুত্বের সাথে দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় মদিনাবাগ আবাসিক কমিটির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে মেয়র কথা দিয়ে কথা রেখেছেন সে আনন্দে এই আয়োজন করা হয়। মদিনাবাগবাসী মেয়রের পাশে থাকবেন বলে তিনি মন্তব্য করেন। কমিটির সভাপতি রমজান আলী হাওলাদার বলেন, আমাদের এলাকাটি যেহেতু নতুন অত্র এলাকার চাহিদা অনেক। মদিনাবাগবাসীর নাগরিক সুবিধা প্রদানে মেয়র এভাবে ভবিষ্যতেও প্রতিটি কাজে আন্তরিক হবেন বলে আশা করি। কমিটির অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মুসল্লি ও গণমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান খান ডারউইন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী হাওলাদার, মাদ্রাসার সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম খান, ডক্টর শেখ মোতাসিম বিল্লাহ, সাইফুল ইসলাম চৌধুরী, সাহাবুজ্জামান চৌধুরী, প্রফেসর মোহাম্মদ আলী, শেখ মতিয়ার রহমান, কালাম খান, মিজানুর রহমান, শাহিন হোসেন, জামিল হোসেন, আলমঙ্গীর হোসেন, শেখ ফিরোজ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button