গাছ আমাদের অকৃত্রিম পরম বন্ধু তাই বেশি করেই গাছ লাগাতে হবে
# কয়রায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় সমীর চন্দ #
খবর বিজ্ঞপ্তি ঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে কয়রা উপজেলা কৃষক লীগের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমাদি ইউনিয়নের খান সাহেব কোমরউদ্দিন ডিগ্রি কলেজ মিলনায়তনে গতকাল শুক্রবার দুপুর ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। তিনি বলেন, গাছ আমাদের অকৃত্রিম পরম বন্ধু, তাই বেশি করে গাছ লাগাতে হবে। প্রধান অতিথি বলেন, গাছ আমাদের সময়মত অক্সিজেন দেয়। গাছ কখনো মানুষের সাথে বেইমানী করে না। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭২ সালে ১ জুলাই একটি নারিকেল গাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা বাস্তবায়ন করতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক এর নেতৃত্বে খুলনা জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি নেতা-কর্মীকে কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে। প্রধান বক্তা ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম শান্তি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা নুরুল ইসলাম বাদশা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক মোসাঃ হালিমা রহমান, খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। সম্মানিত অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম মহসীন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী। কয়রা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহানুর আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সদস্য আব্দুল মান্নান খান মনা, শামসুদ্দোহা বাঙ্গালী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য আব্দুল মান্নান, পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এড. শেখ আব্দুর রশিদ, সদস্য সচিব সহকারী অধ্যাপক মইনুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান মিয়া, তেরখাদা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস শেখ, দাকোপ উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম হোসেন, ফুলতলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ তুরান, কৃষক লীগ নেতা মোল্লা আজিজুল ইসলাম, মোঃ আব্দুল কাইয়ুম শেখ, মোল¬া মেতাহারুজ্জামান নান্নু, আব্দুস শুকুর শেখ, এসএম সেলিম গাজী প্রমুখ। এর আগে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাচিঘাটা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিকেল ৪টায় পাইকগাছার বাঁকা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। উল্লেখ্য, কয়রা ও পাইকগাছা উপজেলার নেতা-কর্মীদের মাঝে পাঁচ হাজার গাছ বিতরণ করা হয়।