মোড়েলগঞ্জে জাল টাকাসহ কতিথ সংবাদ কর্মী গ্রেফতার
![](https://dailyprobaha.com.bd/wp-content/uploads/2023/11/post-fp.webp)
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশের অভিযানে মনির তালুকদার (৩৮) নামের একজন কতিথ সংবাদ কর্মী ৩ হাজার ৪০০ জাল টাকাসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতার মনির তালুকদার মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী এলাকার সৈয়দ আলী তালুকদারের ছেলে। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রাম থেকে মনির তালুকদার কে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ২ টি ২ হাজার টাকার ও ৭টি ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। মনির তালুকদার চট্রগ্রামের একটি অনলাইন পত্রিকার সংবাদ কর্মী পরিচয়ে মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার বিভিন্ন দোকানে জাল টাকা বিতারন করে আসছিল। এমন খবরে মোড়েলগঞ্জ থানা পুলিশ শুক্রবার ভোর রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন জানান, মনির তালুকদার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন দোকানে জাল টাকা ছড়াচ্ছিল। এ খবর গোপনে পেয়ে আমরা তাকে নজরদারীতে রাখি এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।