স্থানীয় সংবাদ

খুলনা টিভি রির্পোর্টাস ইউনিটির র্নিবাচনে ৯প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা টিভি রির্পোর্টাস ইউনিটির(কেটিআরইউ) র্নিবাচনে ৯র্প্রাথী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি পদের বিপরীতে নয়জন র্প্রাথী মনোনয়নপত্র দাখিল করেন। পরে র্নিবাচন কমিশনের চেয়ারম্যানের সুনীল দাসের নেতৃত্বে যাচাই-বাছাই শেষে নয়জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষনা করা হয়। বৈধ র্প্রাথীরা হলো-সভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি বাবুল আকতার, সহসভাপতি পদে বিটিভির শিল্পাঞ্চল প্রতিনিধি মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, যুগ্মসম্পাদক পদে আনন্দ টিভির প্রতিনিধি আমজাদ আলী লিটন, কোষাধ্যক্ষ পদে বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম ও চারটি র্নিবাহী সদস্য পদে এটিএন বাংলার প্রতিনিধি এসএম. হাবিব, মোহনা টিভির প্রতিনিধি মুন্সি মাহবুব আলম সোহাগ, ডিবিসি টিভির প্রতিনিধি মো: আমিরুল ইসলাম ও বৈশাখী টিভির প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহ। খুলনা টিভি রির্পোর্টাস ইউনিটির র্নিবাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ০৭জুলাই (রবিবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৩জুলাই শনিবার খুলনা প্রেসক্লাব ভবনে অবস্থিত কেটিআরইউ র্কাযালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পযন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button