স্থানীয় সংবাদ

বঙ্গবন্ধুর নির্দেশে আমরা একটি ধর্ম নিরপেক্ষ মানবিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিলাম

# কর্মী সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী #

স্টাফ রিপোর্টার ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা একটি ধর্ম নিরপেক্ষ মানবিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধুর আহবানে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করেছিলাম। যেখানে থাকবে না মানুষে মানুষে কোন ভেদাভেদ। তিনি আরো বলেন, একটি শ্রেণী আছে যারা ধর্ম এবং বর্ণ নিয়ে বৈষম্য সৃষ্টি করতে চায়। তারা ভেদাভেদ সৃষ্টি করতে চায়। কিন্তুধর্ম যার যার, রাষ্ট্র হবে সকলের। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির মধ্য দিয়ে এদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছিল। সেই বৈষম্যকে দূর করতে বঙ্গবন্ধু ৬দফা দিয়েছিলেন। ৭ জুন শেখ মুুজিবুর রহমানের ৬দফাকে সমর্থন জানিয়ে সারা দেশ আন্দোলনে নেমেছিলো। সে আন্দোলনেও আওয়ামী লীগ বিজয় অর্জন করেছিলো। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম ও ঐতিহ্যের ইতিহাস। এ ঐতিহ্যকে সহসাই কেউ ধ্বংস করতে পারবে না। শত প্রতিকূলতা পেরিয়ে আওয়ামী লীগ আজ ৭৬ বছরে পদার্পন করেছে। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের একটি আদর্শিক ভিত্তি আছে। এটা কোন ভূঁইফোড় রাজনৈতিক দল নয়। সেকারণেই একমাত্র আওয়ামী লীগই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এজন্য আওয়ামী লীগের ইতিহাসকে সবার আত্মস্থ করতে হবে। তিনি বলেন, সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল স¤্রাট শাহজাহানের কৃতি আর পদ্মা সেতু ও আধুনিক বাংলাদেশ শেখ হাসিনার কৃতি। মন্ত্রী বলেন, এ সফলতাকে ধরে রাখতে নিজেদের মধ্য সকল আত্মকলহ থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের শক্তিতে মরিচা ধরানো যাবে না। সকল মরিচাকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ইউনাইটেড ক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরক জয়ন্তী) উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকাদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান বক্তার বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যা. রুনু ইকবার বিথার এমপি। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. ফারুক আহমেদ, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, শামছুজ্জামান মিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম ট্টুুল, নুর মোহাম্মদ শেখ, মোজাম্মেল হক হাওলাদার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. শেখ শামীম আহমেদ পলাশ, নাসরিন আখতার, শেখ নজিবুল ইসলাম নজিব, প্যানেল মেয়র এস এম সফিউদ্দিন আহমেদ, প্যানেল মেয়র খোরশেদ আহমেদ টোনা, প্যানেল মেয়র এ্যাড. মেমরি সুফিয়ার রহমান শুনু, কাউন্সিলর হাসান ইফতেখার চালু, কাউন্সিলর মনিরুজ্জামান মুকুল, কাউন্সিলর এস এম মোজাফফর রশীদি রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর মোহাম্মাদ আলী, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর শামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর গোলাম মওলা সানু, কাউন্সিলর গোলাম মাওলা টিপু, কাউন্সিরর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর রোজী ইসলাম নদী, কাউন্সিলর জেসমিন পারভিন জলিসহ ৩৬টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভার শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্য, জাতীয় ৪নেতাসহ আন্দোলন সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতাপাঠের মাধ্যমে কর্মীসভা শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button