দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না- এমপি এনামুল হক বাবুল
অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্থ করছে এক শ্রেণির অসাধু মানুষ। যারা প্রতিনিয়ত দুর্নীতি ও অনিয়মের সঙ্গে নিজেকে জড়িয়ে দেশ ও জনগণের ক্ষতি করছে। হতে পারেন তাঁরা জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা-কর্মচারী। অতএব সাবধান হয়ে যান। অন্যথায় দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মাসিক সাধারণ সভায় জাতীয় সংসদ সদস্য, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া এদিন সকালে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানমসহ উপজেলা, ইউনিয়ন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।