নগরীতে গাঁজা ইয়াবাসহ ছয় মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর আদর্শ পল্লি সোনাডাঙ্গার মৃত: মনির হোসেনের ছেলে গোলাম রাব্বি ওরফে প্রেম(১৬), গোয়ালপাড়া খালিশপুরের মৃত: হোসেন খানের ছেলে মোঃ ইউনুস খান টনি ওরফে টেনি(২৮), কাওড়াপাড়া আড়ংঘাটার মৃত: মালেক মালীর ছেলে রমজান মালি(৩০), গিলাতলার মৃত: আশরাফ শেখের ছেলে মোঃ হাসান শেখ(৫০), দেয়ানার মৃত: মোজাফ্ফর ব্যাপারীর ছেলে মোঃ সোহান(৩১), হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডের পিছনের আব্দুল আওয়াল হাওলাদারের ছেলে মোঃ সোহাগ হাওলাদার(৩২)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫১৫ গ্রাম গাঁজা এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।