স্থানীয় সংবাদ

নবীন আইনজীবীর প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ সোমবার দুপুর ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবী ২০১৮ এবং ২০২১ এর (আংশিক) প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মো: শরীফ হোসেন হায়দার বিজ্ঞ মহানগর দায়রা জজ, খুলনা, প্রধান আলোচক ছিলেন মমিনুন নেসা বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, খুলনা, সভাপতি ছিলেন এ্যাড: মো: সাইফুল ইসলাম সভাপতি জেলা আইনজীবী সমিতি, খুলনা, সঞ্চালক ছিলেন এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি, খুলনা এবং আলোচকবৃন্দ এ্যাড: এ্যাড: নিরঞ্জন ঘোষ ও এ্যাড: হারুন আল রশিদ বিজ্ঞ সিনিয়র আইনজীবীদ্বয়। উক্ত প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয় খুলনা জেলা আইনজীবী সমিতির ২য় তলার লাইব্রেরীতে। প্রশিক্ষন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন এ্যাড:এনামুল হক, এ্যাড: কে,এম ইকবাল হোসেন, এ্যাড:এম,এম সাজ্জাদ আলী, এ্যাড: কে,এম মিজানুর রহমান, এ্যাড শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড:আসাদুজ্জামান গাজী মিল্টন, এ্যাড: তমাল কান্তি ঘোষ, এ্যাড: কাজী সাইফুল ইমরান, এ্যাড: সোহেল পারভেজ, এ্যাড:খোরশেদ আলম, এ্যাড:শিউলি আক্তার লিপি, এ্যাড:মুন্সী মোস্তাফিজুর রহমান, এ্যাড:আব্দুল জলিল, এ্যাড:উল্লাস কর বৈরাগী, এ্যাড:নাহিদুল ইসলাম রাসেল, এ্যাড মেহেদী হাসান, এ্যাড:আইয়ুব হোসেন, এ্যাড:আব্দুস শফিক মোল্যা জনি, এ্যাড:আব্দুস সাত্তার, এ্যাড:প্রজেশ রায়, এ্যাড:সাবিরা সুলতানা হ্যাপি, এ্যাড:খাদিজা আক্তার টুলু সহ বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button