স্থানীয় সংবাদ

প্রতারণা মামলায় নগর বিএনপি নেতা সান্টু কারাগারে

স্টাফ রিপোর্টারঃ প্রতারণার অভিযোগে করা মামলায় খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টুকে (৫৫) জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (আমলি আদালত-২) বিচারক আল আমিন এ আদেশ দেন। এর আগে নগরীর মৌলভীপাড়ার সুলতান আহমেদ রোডের বাসিন্দা আহসান-উল-কবীর বাদী হয়ে শের আলম সান্টু ও আহম্মেদ সিরাজী রুবেলের নামে ২০২৪ সালের ১৯ মে (সিআর-৬৯/২৪) মামলা দায়ের করেন। মামলার এজাহার ও বাদীর সাথে কথা বলে জানা যায়, আসামী শের আলম সান্টুর সাথে বাদীর সুসম্পর্ক থাকায় শের আলম সান্টুর কাছ ঋণ গ্রহণ করে। তিনি জামানত হিসেবে ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ৬ লাখ টাকার চেক প্রদান করেন। পরবর্তীতে সেন্টু টাকা দাবি করে আহসানকে উকিল নোটিশ দেন। এ নোটিশ পেয়ে আহসান ক্ষতিপূরণসহ ৮ লাখ টাকা পরিশোধ করেন। সেই সময় সান্টুর কাছে জামনতের চেকটি ফেরতের দাবি জানান। কিন্তু চেক হারিয়ে গেছে এই দাবি তুলে চেকটি ফেরত দেয়নি। পরবর্তীতে শের আলম সান্টু ও আহম্মেদ সিরাজী রুবেল (৩৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবার ৬ লাখ টাকা দাবি করে চেক ডিজঅনার মামলা করেন। অপরদিকে আহসান -উল- কবির আদালতে পাল্টা প্রতারণা মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে লবনচরা থানায় তদন্তে পাঠান। লবনচরা থানার ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দিলে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা না মঞ্জুর হয়। পরে সান্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button