নগরীতে গাঁজা ইয়াবাসহ ১০ মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নগরীর নিরালা আবাসিক এলাকার সত্যরঞ্জন সরকারের ছেলে প্রীতম সরকার(২৫), শরণখোলা রায়ান্দা কুড়েখালীর শফিকের স্ত্রী বুলু বেগম(৫০), ট্রাক স্ট্যান্ড সোনাডাঙ্গার হালিম শেখের ছেলে মোঃ হাসিব শেখ(২০), জিন্নাহপাড়ার মৃত: আঃ হাকিমের ছেলে ফেরদাউস ফিদ্দু(৫০), কৈয়া বাজার বিধান সড়কের মৃতঃ আহাদ আলী ফরাজীর মোঃ নুর ইসলাম(৩৫), রায়েরমহল পশ্চিম পাড়া কুলতলার মৃতঃ শেখ রমজান আলীর ছেলে মোঃ জনি শেখ(৪৭), মাগুরা সদর নিশ্চিন্তপুরের মোহাম্মদ আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন(৩১), রহমতপাড়া সোনাডাঙ্গার মৃত: ফারুকুল ইসলামের ছেলে শেখ নাঈম হাসান(২৫), মহির বাড়ী বড় খালপাড়ের বাসিন্দা দিলীপ দাশের ছেলে জয় দাশ(২৩), দেয়ানা পূর্বপাড়ার বাসিন্দা মন্টু শেখের ছেলে মোঃ কুতুব শেখ(৪৫)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি ৯০ গ্রাম গাঁজা এবং ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৯ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।