স্থানীয় সংবাদ

দাকোপে এনজিও’র সাথে এমপির মত বিনিময়

দাকোপ প্রতিনিধি ঃ দাকোপের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে জিও এনজিওর সকল কার্যক্রম সমন্বিতভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে করতে পারলে জনকল্যানমূখী কার্যক্রম আরো গতিশীল হবে। বৃহস্পতিবার বিকাল ৩টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলায় কর্মরত এনজিও কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আকতার, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরন সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, এনজিও প্রতিনিধি পরিতোষ কুমার মৃধা, আজিজুল হক, মোঃ ইকবল হোসেন, পল বাড়ৈ, শোয়েব উদ্দিন, আজিজুর রহমান, রওশন আরা আকতার, বিপাশা রায়, মিজানুর রহমান, লিলি কর্মকার, মিলন চৌধুরী, লিপিকা বৈরাগী, ছবি সাহা রায়, ব্রজেন্দ্রনাথ শীল, বিলিয়াম বিশ^াস, মোঃ জাহাঙ্গীর আলম, প্রলহাদ কুমার দাস, মনোজ বস, বিপুল মন্ডল, সঞ্জয় কুমার দাস, পলি দাস প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button