স্থানীয় সংবাদ

শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলাকালীন কেএমপির আদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে খুলনা মহানগরে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ লিখিত পরীক্ষা আগামীকাল ১২ জুলাই স্কুল পর্যায়ে সকাল নয়টা থেকে দুপুর ১২টায় পর্যন্ত এবং কলেজ পর্যায়ে ১৩ জুলাই-২০২৪ তারিখ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন নি¤œলিখিত আদেশ বলবৎ থাকবে। পরীক্ষার দিন সকাল সাতটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।এবছর স্কুল পর্যায়ে খুলনা মহানগরে ২৬টি কেন্দ্রে এবং কলেজ পর্যায়ে ১৬টি কেন্দ্রে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button