ডাকাতির প্রস্তুুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার
খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযান
সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ১ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র, ১ টি চাপাতি, ছুরি , নাইলনের রশি, লোহার রড , গামছা সহ ঘর ভাঙার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুধবার দিবাগত রাত পৌণে ২ টার সময় খানজাহান আলী থানাধীন কুয়েট পকেটগেট সংলগ্ন জনতা ব্যাংকের পাশে ৭/৮ জন ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুুতি গ্রহণ করছে। কুয়েট পকেটগেট সংলগ্ন জনতা ব্যাংকের পাশে পাকা রাস্তার উপর পুলিশ পৌঁছানো মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামি দৌলতপুর থানার মহেশ^রপাশা (উত্তর বনিক পাড়া) এলাকার মোঃ শহীদ হাওলাদার এর পুত্র মোঃ রবিউল হাওলাদার (২০) কে মামলার বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটক করলেও অন্যান্য আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় ৩৯৮/৪০২ পেনাল কোড রুজু করা হয়। খানজাহান আলী থানার মামলা নং-১২। ১১ জুলাই বৃহস্পতিবার আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এবং বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি মোঃ হাফিজুর রহমান। কেএমপির খানজাহান আলী থানায়র এসআই (নিঃ) মোঃ জয় সংগীয় ফোর্সসহ ১০ জুলাই থানা এলাকায় মোবাইল-৮ (রাত) ডিউটি করাকালে এবং ১১ জুলাই পলাতক আসামীদের ফেলে রেখে যাওয়া ১টি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, ১টি নাইলনের রশি, ৩টি বিভিন্ন রংয়ের গামছা, ৪টি লোহার রড উদ্ধার করা হয়।