অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মুদি দোকানি দ্বি-খন্ডিত
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হলেন জামশেদ মুন্সি (৫০) নামের একজন মুদি দোকানি। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি হাইস্কুল সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। যশোরগামী চিত্রা ট্রেনের নীচে পড়ে তিনি দ্বিখন্ডিত হন। নিহত জামশেদ মুন্সি নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মৃত গোলাম আকবর মুন্সীর ছেলে। নওয়াপাড়া প্রফেসরপাড়া মোড়ে তার একটি মুদি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ছেলে সাইদ মুন্সীকে দোকানে রেখে নওয়াপাড়া বাজারে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে নওয়াপাড়া হাইস্কুল এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় দ্বিখ-িত লাশ বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে অভয়নগর থানার পুলিশ ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত জামসেদ মুন্সির ছেলে সাঈদ মুন্সি বলেন, আমার বাবা কানে একটু কম শুনতেন। একারণে ট্রেন আসার শব্দ শুনতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। জিআরপি পুলিশকে অবহিত করেছি। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ ময়না তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।