স্থানীয় সংবাদ

খুলনায় মাদক মামলায় একজনের কারাদ-

স্টাফ রিপোর্টার ঃ মাদক মামলায় অসীম কাজী নামে একজনকে ১০ বছর সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪র্থ আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী অসীম কাজী রাজবাড়ী জেলার ভবানীপুর গ্রামের আলাউদ্দিন কাজীর ছেলে।
সরকার পক্ষের আইনজীবি ও এপিপি এ্যাড. শিউলি আকতার লিপি বিষয়টি নিশ্চিত করে জানান, অসীম কাজীকে ৩০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতে উৎপাদিত মাদক ফেনসিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি এর ১/বি ধারার অপরাধে সাব্যস্ত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। আসামী অসীম কাজী এসটিসি- নম্বর – ১৬২/২০১২ (যা জি.আর- ২১১/২০১২ খুলনা জেলার বটিয়াঘাটা থানার মামলা নম্বর-১৯ তারিখ-২৬ জুলাই, ২০১২ হতে উদ্ভূত) মামলায় এই দ- পেলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button