খুলনায় বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন
স্টাফ রিপোর্টার : সারাদেশে পঁচিশ লাখ বিক্রয় পেশাজীবীদের এক ছাতার নিচে নিয়ে আনা এবং তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। গতকাল শুক্রবার সকালে নগরীর ১৯ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট খুলনা বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সংগঠন শক্তিশালী হলে কর্মীরা লাভবান হবে। আর সেই জন্য সংগঠনকে শ্রম অধিদপ্তরের অনুমোদন নিয়ে আরো বেগবান করতে হবে। তা হলে কর্মীরা উপকৃত হবে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজির ইমরান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মো. মোস্তফা কামাল, কাউন্সিলর জাকির হোসের বিপ্লব, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিঠু দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের খুলনা বিভাগীয় সাবেক সমন্বয়ক মো. আলামীন হুসাইন।