স্থানীয় সংবাদ

রোটারী ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার পঞ্চম বছরের প্রথম মিটিং অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ রোটারী ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার পঞ্চম বছরের প্রথম মিটিং বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ টায় খুলনা শিববাড়ির একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে সভাপতিত্ব করেন ক্লাবের ২০২৪-২৫ সালের প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক, গীতিকার ও সুরকার রোটারিয়ান ডাঃ রমেন্দ্র নাথ বিশ্বাস। মিটিং পরিচালনা করেন ক্লাব এডভাইজার পিপি রোটারিয়ান কবি মোঃ নুরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন গাজী মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেয়ারম্যান পিপি রোটারিয়ান ডাঃ গাজী মিজানুর রহমান একেএস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখযোগ্য বক্তারা ছিলেন: রোটারী ইন্টারন্যাশনাল ডি-৬৪ জোন-৫ এর কো-অর্ডিনেটর রোটারিয়ান আমিনুল ইসলাম শাহীন, পিপি রোটারিয়ান কবি মোঃ নুরুল ইসলাম, পিপি রোটারিয়ান মোল্লা মারুফ রশিদ, পিপি রোটারিয়ান তাওহীদুল ইসলাম, পিপি রোটারিয়ান আরিফ কামাল চৌধুরী, আইপিপি রোটারিয়ান আসমুন নাহার রীনা, চাটার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ্ব মোঃ আফসার আলী, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান মোঃ হাদি উজ্জামান বিশ্বাস, পিপি রোটারিয়ান আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, রোটারিয়ান অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিরিনা বেগম, পাস্ট সেক্রেটারি রোটারিয়ান ডাঃ নূরসারাত আহমেদ মুন, রোটারিয়ান ডাঃ বরকত আলী, রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন, রোটারিয়ান আলহাজ্ব মোঃ শাহাজাহান জমাদ্দার, রোটারিয়ান আলহাজ্ব ইঞ্জি: রুহুল আমিন হাওলাদার, রোটারিয়ান সৈয়দ খন্দকার সাজ্জাদ হোসেন প্রমূখ। বক্তারা রোটারী ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার পাস্ট প্রেসিডেন্টদের প্রশংসা করেন এবং বর্তমান প্রেসিডেন্টের সাফল্য কামনা ও পরামর্শ প্রদান করেন। মিটিংয়ের শুরুতে পাস্ট প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন ইনকামিন প্রেসিডেন্টকে। রোটারি প্রত্যয় পাঠ করা হয় এবং সকলকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং চারজন পাস্ট প্রেসিডেন্টদেরকে সম্মাননা উপহার দেওয়া হয়। এছাড়াও লটারির মাধ্যমে চারজনকে স্পেশাল গিফট দেওয়া হয়। মিটিং শেষে প্রেসিডেন্টের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিটিংয়ের সমাপ্তি হয় এবং সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button