স্থানীয় সংবাদ

জলবদ্ধতা নিরশনের দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসী মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ দিন ধরে মহানগরীতে সিটি কর্পোরেশনসহ অন্যান্য সংস্থার উদ্যোগে সড়ক, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলবদ্ধতা নিরশনের লক্ষে কাজ চললেও অদ্যবদি জলবদ্ধতা হতে নগরবাসীর মুক্তি মিলছে না। সামান্য একটু বৃষ্টি হলেই মহানগরীর অনেক এলাকা ও রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় সাধারন মানুষকে অবর্নীয় দুর্ভোগ পড়তে হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রী, অসুস্থ্ রোগী, বৃদ্ধ-বৃদ্ধা আর নিম্ম আয়ের মানুষকে এই দুর্ভোগ পোহাতে হয়। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক মেরামত, উন্নয়ন ও ড্রেনেজের কাজ শেষ করতে হবে।
শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় নগরীর রয়াল মোড়ে হাটু পানিতে দাড়িয়ে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে নগরীর জলবদ্ধতা নিরশনের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, নগরীর প্রায় সমস্ত সড়ক এবং ড্রেনের কাজ চলমান থাকার কারনে খানাখন্দকে পানিতে ভরা সড়কে মানুষের চলাচলে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। নগরীর মানুষকে জলবদ্ধতা হতে পরিত্রান দিতে পানি নিঃস্কানের জন্য দ্রুত পাম্ম স্থাপনসহ ড্রেন, খাল এবং ময়ুর নদী, যারা অবৈধ ভাবে দখল করে বর্ষার পানি নিঃস্কান বাধার সৃষ্টি করছে, তাদেরকে চিহিৃত করে অবৈধ দখলদার উচ্ছেদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। মানববন্ধনে বক্তারা টেন্ডার শর্ত মেনে ময়ুর নদী খননের জন্য ঠিকাদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডা. আ. সালাম, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, শেখ শহিদুল ইসলাম, মো. ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো. জাভেদ আক্তার, মো. জয়নাল আবেদিন. শেখ মো. মোহসিন, সাইদুর রহমান সাইদ, মো. মিকাইল হোসেন. তৈয়বুর রহমান, মো. রুহুল আমিন, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button