স্থানীয় সংবাদ

দৌলতপুর মহেশ্বরপাশা খাদ্য গুদাম শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : দৌলতপুর মহেশ্বরপাশা খাদ্য গুদাম শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে মহেশ্বরপাশে খাদ্য গুদাম ওয়াকার্স ইউনিয়ন (রেজিঃ-৭৭) ও হস্ত পণ্য শ্রমিক ঠিকাদার সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্য গুদাম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত মিনা। সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীর বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার এক পর্যায়ে ঠিকাদার তাদের মজুরি বৃদ্ধি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। আগামী ২/১দিনের মধ্যে মজুরী বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ সময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল হাওলাদার, হস্ত পণ্য শ্রমিক ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা এফ এম সাইফুজ্জামান মুকুল,খুলনা জেলা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ রিপন হাওলাদার, আবু জাফর হাওলাদার, মোঃ আরিফ হোসেন, আব্দুল মালেক, সেলিম মাস্টার,ফারুক সরদার,ছোরাফ খাঁ,কোষাধক্ষ্য মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম,আলম শেখ, সাদেক হাওলাদার, মজিদ হাওলাদার,মোহাম্মদ ফিরোজ সরদার, মোতালেব সরদার, মোকলু সরদার, কাঞ্চন মুন্সী,আব্দুস সালাম,ওয়াহিদুল সরদার, মজিবর হাওলাদার, রাজা মিনা, সাদ্দাম হোসেন মিনাসহ সকল গোডাউনের ট্রেন্ডেল ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button