নগরীতে জুয়ার সরঞ্জাম নগদ টাকাসহ ১৪ জুয়াড়ি আটক
স্টাফ রিপোর্টার ঃ নগরীর নিরালা আবাসিক এলাকায় ২০ নং রোডের ৩৮৭নং বাড়িতে অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়ীকে আটক করেছে খুলনা থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় অভিযানের সময় এক লাখ ৬৫ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়। এ সময় একটা প্রাইভেটকারসহ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (সাইথ) মোহাম্মদ তাজুল ইসলাম। এ ব্যাপারে ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে নিরালা আবাসিক এলাকার ২০ নং রোর্ডে ৩৮৭নং বাড়িতে জুয়ার আসর পরিচালনা হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে জুয়ার খেলার ১৪টি তাস ও এক লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়। এ সময়ে জুয়া খেলার অভিযোগে ১৪ জুয়ারিকে আটক করা হয়। তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এদের বিরুদ্ধে আর কোন মামলা আছে কি না তা যাচাই-বাছাই করা হবে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।