যশোরে প্রবাসীর বাড়িতে মধ্যেরাতে গ্রিল কেটে নারী হত্যা : শিশু কণ্যা আহত
যশোর ব্যুরো ঃ চুরি করতে এসে গৃহবধূ ফেরদৌসী খাতুন (৪২) হত্যা ও মেয়ে জান্নাতি খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। ঘটনাটি যশোরের ঝিকরগাছা উপজেলার নওয়ালী গ্রামে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার ১৩ জুলাই দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটায় অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরেরা নওয়ালি গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের বাড়ির রান্না ঘরের গ্রীল কেটে ঘরে ঢুকে। চোরেরা চুরি করার সময় ঘরে ঘুমিয়ে থাকা গৃহবধূু ফেরদৌসী খাতুন টের পেয়ে উঠার এক পর্যায় চিৎকার দেওয়ার প্রাক্কালে চোরেরা তাদের হাতে থাকা ধারালো চাকু দিয়ে গৃহবধূর শরীরে এলোপাতাড়ীভাবে আঘাত করে। ফলে গৃহবধূ ঘরের মধ্যে মারা যায়। এসময় মেয়ে জান্নাতি খাতুন (১১)কে চোরেরা বুকের ডান পাশে আঘাত করে চোরেরা পালিয়ে যায়। এ সময় নিহতের মেয়ে আহত জান্নাতি খাতুন পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুনকে জানালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন গৃহবধূ ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। পরে ঝিকরগাছা থানা পুলিশ খবর পেয়ে রোববার ১৪ জুলাই উক্ত বাড়িতে যেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ পূর্বক ময়না তদন্ত সম্পন্ন করে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেছেন,’চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত নয়। তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তিনি বলেন,এটা হত্যাকান্ড তবে কি কারণে এ হত্যাকন্ড ঘটলো সেটি আমরা তদন্ত করছি।