যশোরে মাটি খুড়ে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় মামলা
যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সন্যাসী বটতলা উত্তরপাড়া বখতিয়ার মোল্লার ছবেদা বাগানের মধ্যে গৃহবধূ সোনাভান বিবি(৫৪) এর লাশ উদ্ধারের ঘটনায় শনিবার ১৩ জুলাই রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতর ভাই ফতেপুর গ্রামের মৃত আকবর আলী খাঁর ছেলে এজাহার খাঁ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, জনৈক শাহজাহান (৫৫) এর সাথে তার বড় বোন সোনাভান বিবি (৫৪) এর বিয়ে হয়। বিয়ের পর শাহজাহানের ঔরষে সোনাভান একটি ছেলে সন্তান জন্মগ্রহন করেন। তার নাম আলমগীর। পরবর্তীতে শাহজাহান সোনাভান বিবিকে ডিভোর্স দিলে বাদির বোন পুনরায় ফতেপুর গ্রামের জনৈক আলতাফ মোল্যাকে বিয়ে করেন। আলতাফ মোল্যার ঔরষে সোনাভানে এক ছেলে ও এক মেয়ে জন্মগ্রহন করেন। তাদের নাম সাগরি ও আরিফ হোসেন। সোনাভান বিবির স্বামী আলতাফ মোল্যা বিগত ৭ বছর পূর্বে মারা যায়। আলতাফ মোল্যা জীবিত থাকা সময় সোনাভান বিবি’র নামে কিছু জায়গা জমি দিয়ে যায়। সেই সুবাদে বাদির বোনের স্বামীর দেওয়া জমিতে সোনাভান বিবি চাষাবাদ করে আসছে। উক্ত জমি দেওয়াকে কেন্দ্র করে আলতাফ মোল্যা মারা যাওয়ার পর থেকে বিভিন্ন সময় বাদির ভাগ্নে আরিফ হোসেন ও আলমগীর এর সাথে জমি-জায়গা নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। পরবর্তীতে সোনাভান তার ছেলে আরিফসহ কয়েকজনের নামে বিজ্ঞ আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটি চলমান চলমান রয়েছে। গত ১১ জুলাই রাত ৮ টার সময় সোনাভাব বিবি বাড়িতে কাজ কর্ম করছিল। পরবর্তীতে ১২ জুলাই সকাল ৯ টার সময় সোনাভান বিবিকে বাড়িতে দেখতে না পেয়ে বোনের বড় ছেলে আলমগীর খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায় বড় ছেলে আলমগীর বেলা সাড়ে ১১ টার সময় ফতেপুর গ্রামের সন্যাসী বটতলা উত্তরপাড়া জনৈক বখতিয়ার মোল্লার ছবেদা বাগানের মধ্যে মাটি খোড়া দেখতে পেয়ে কোতয়ালি থানায় সংবাদ দেয়। বাদিও সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ বাদির কাছে ও ভাগ্নে আলমগীর হোসেনের কাছে ঘটনা শুনে মাটি খুড়ে গৃহবধূ সোনাভান বিবি’র মরদেহ উদ্ধার করে। পরে লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। #