পবিত্র আশুরা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের আহবান
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র আশুরা ইতিহাসের একটি মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা। এই বেদনা বিদুর দিনটি মুসলিম উম্মাহ’র কাছে খুবই তাৎপর্যপূর্ণ। দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি ধর্মীয় এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর খালিশপুরস্থ ৩নং ক্যাম্প কমিউনিটি সেন্টারে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৩২টি ইমাম বাড়িতে এ অনুদান প্রদান করা হয়। সিটি মেয়র প্রতিটি বাড়ির প্রতিনিধিদের হাতে সর্বমোট এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশীদ আহম্মেদ টোনা, কাউন্সিলর মোঃ শফিকুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদিজা সুলতানা, সাবেক কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান ও সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, এসপিজিআরসি’র সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাজমে হুসাইনি মুহররম কমিটির সভাপতি মোঃ কাওছার আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মুন্না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।