দৌলতপুর থানা পুলিশের অভিযানে আটক ২
স্টাফ রিপোর্টার ঃ কেএমপি দৌলতপুর থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় ও সেকেন্ড অফিসার এস. আই মিহির কান্তি মন্ডলের নেতৃত্বে দৌলতপুর থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া ০৩টি জিআর সাজা ওয়ারেন্টভ্ক্তু ০১ (এক) জন এবং চাঞ্চল্যকর শহিদ হত্যা মামলার ০৯ বছর পলাতক ওয়ারেন্টভুক্ত ০১ (এক) আসামী গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার একটি চৌকস টিম গত ১৫ জুলাই রাতে রাজধানী ঢাকার মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১। জিআর-৬৭/১৮, দৌলতপুর ২২(৩)১৮, ধারা-১৯(১) এর ৯(ক) ধারায় দোষী সাব্যস্ত হইয়া ০২ বছর সশ্রম কারাদন্ড, ১০, ০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড, ২। জিআর-১৫৪/১৬, দৌলতপুর ২৬(৯)১৬, ধারা-১৯(১) এর ৯(ক), দোষী সাব্যস্ত হইয়া ০৬ মাস সশ্রম কারাদন্ড, ২,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২০ দিন বিনাশ্রম কারাদন্ড, ৩। জিআর-১৭৫/১৮, খালিশপুর ৪৫ (০৪) ১৮, ধারা-১৯(১) এর ৯(ক) দোষী সাব্যস্ত হইয়া ০২ বছর সশ্রম কারাদন্ড, ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ মাস বিনাশ্রম কারাদন্ড এর পরোয়াভুক্ত আসামী মোঃ মনিরুল ইসলাম (৩৯), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-মহেশ্বরপাশা কার্তিককুল, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করে। অপর দিকে, আরেকটি অভিযানে দৌলতপুর থানার একটি চৌকস টিম ১৬ জুলাই রাতে রাজধানী ঢাকার মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর-১৭৩/১৫, দৌলতপুর ১২(১০)১৫, ধারা-১২০-বি/৩৪১/৩০২/৪২৭/৩৪ পেনাল কোড এর চাঞ্জলকর শহিদ হত্যা মামলার ০৯ বছর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী আসলাম ওরফে ট্যারা আসলাম (৪১), পিতা-মৃত মোকাম ওরফে মোজাম বিশ্বাস, সাং-পাবলা কারিকর পাড়া (খালপাড়), থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করে। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।